কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

ফেব্রুয়ারি
আমের ডালে মুকুল ভরে এলো
পর্ণমোচীর তাম্র কচিপাতা,
পরিযায়ী পাখি গেলো ফিরে
আকাশ এখন ঝকমকে শ্বেত খাতা
যে খাতাতে সূর্যের স্বরলিপি
মীড় দোলানো দখিন হাওয়ার সুরে
মিলেমিশে গায় ভালোবাসার গান
ঝরাপাতা যায় সুদূরে উড়ে
সাতসকালে কুজ্ঝটিকার জালে
হাড়কাঁপানো শীতের শেষের কামড়
কড়াইশুঁটির সবুজ কোমল দেহে
আলস্য জড়ানো শিশির ঝালর
তন্বী কলেবর, তবু বৈচিত্র্য
উৎসবে, বেড়ে গেলে একদিন
সমৃদ্ধি কিঞ্চিৎ। ঘুঘু পাতায় সই
কুহুরব ক্রমে সুদূরে বিলীন।
মায়ের ভাষায় অমর হলো দিবস
রক্তাক্ত একুশে ফেব্রুয়ারী
পলাশকুঁড়ি খাগের কলম আবীর
পালচেরিমা পড়েছে লাল শাড়ি।