রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

এবং বৃষ্টি
দোকান
এবং আবার সব সময় বৃষ্টি হচ্ছে
আকাশ গান গাইছে
এক পলকে, একে একে
পৃথিবী পরিষ্কার করছে..
এবং আবার বৃষ্টি হচ্ছে
আর দেরি হয়ে যাচ্ছে
আমি জানি না !
বৃষ্টিকে তুমি ছেড়ে যেতে বল
বরফের ঠান্ডা ড্রপ পড়ছে।
মেঘগুলো একটি ব্যথা
আকাশ নিজেই রঙ করে
গাঢ় ধূসর রঙের
এত বৃষ্টি !
কখন থামবে বলতো!!
এবং আবার বৃষ্টি হচ্ছে
আর তুমি আসছ না,
দরজার চৌকাঠ পেরোতে পারছো না
নাকি আসতে চাইছো না,
কেন?
আমার ভিতরে একটি মরুভূমি,মরীচিকা গুলো দেখতে পাচ্ছি না
কেনো যেনো মনে হচ্ছে
তোমার দেরির জন্য।
আমার প্রাণ পুড়ে যায়
তুমি এলে ক্ষণস্থায়ী কিন্তু
না এলে খুব দীর্ঘ।
পাতা ভিজে গেছে
নিরর্থক সূর্যকে চিৎকার করো
তোমার কণ্ঠগুলো উড়িয়ে দিয়ে বলো
সব পথ শুকিয়ে দাও!
আবার আগের মতো ফিরে আসুক পৃথিবীর উঠান
হারিয়ে দাও ভেজা মহাবিশ্বকে।
আমার ছাতা নিতে যাচ্ছি
এবং তোমাকে ঢেকে দেওয়ার জন্য একটি জামা নেবো
এবং পথে তোমার জন্য অপেক্ষা করছি
কিন্তু তুমি যদি না আসো….
এবং আবার বৃষ্টি হচ্ছে …..