T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় ইন্দ্রাণী ঘোষ 

একুশে ফেব্রুয়ারি

ভাষাকে ভালবেসে অস্তিত্বের লড়াইয়ে নেমে প্রাণ দিয়েছিল মানুষ । একুশে ফেব্রুয়ারির বাণিজ্যিকরণ নিয়ে হাহাকার প্রচুর শোনা যায় , বিদ্রূপকারী লেখাপত্রে ছেয়ে গেছে বিভিন্ন মাধ্যম । এখানেই একটা প্রশ্ন থেকে যায় মাতৃভাষায় ইশকুলে পড়লে যে রুজিরুটি জোগার করা মুশকিল হয় আমাদের মত উপনিবেশিত দেশগুলিতে , তাহলে কি করণীয় ? আর বাণিজ্যিকরণ তো যাপনের অঙ্গ , তাকে বাদ দেবে কে ? আর কি করেই বা দেবে ?
আসলে করার কিছুই নেই । এ সমস্যা সময়ের হাতেই ছাড়তে হবে অপেক্ষা করতে হবে সেই দিনটার যখন মানুষ বুঝবে যে রোজগারের বাইরে ভাবারও দরকার আছে , যা এই মুহূর্তে সে ভাবতে পারছে না । আগে বিজ্ঞাপনের ভাষাও এমন ছিল যা থেকে ভাষার সমৃদ্ধি হত , ‘বঙ্গজীবনের অঙ্গ ‘ বোরোলিনের বিখ্যাত লাইন যিনি লিখেছিলেন , তিনি তো ইংরেজি মাধ্যম ইশকুলেই পড়েছিলেন , যে ইশকুলে বাংলাকে সমান গুরুত্ব দেওয়া হত । সে তো খুব বেশিদিন আগের কথা নয় । আসলে ভাষা প্রেম ব্যাপারটা একেবারে ভিতরের , নিঃশ্বাস , প্রশ্বাসের মত । ভালবাসা
কতটা কার থাকবে কি বলা যায় ? এখনকার ছেলেমেয়েরাও তো দিব্যি লিখছে বাংলায় । হয়তো তারা মূলস্রোতের আলোতে আসছে না । শহরের নিয়ন আলোর বাইরেও তো পৃথিবী আছে , তার খোঁজ চিরকালই কম রাখা হয়েছে । আর যারা উঠে আসার এবং সাহিত্যের সেবা করার তাঁরা নিয়নের জলসার বাইরে থেকে চাঁদ , সূর্যের আলোকে চিনতে শিখেছে ।
কাজেই সব হারিয়ে গেছে বলে বিলাপ না করে ভাবনার অনুশীলন বেশি জরুরী ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।