T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় দেব নির্মল

একুশে নাটক
বাংলাটা আমার ঠিক আসে না,
ইংরেজি ছাড়া জীবন হাসে না।
বাংলা নাকি আমার মাতৃভাষা,
কিন্তু ইংরেজি তো বাঁচার আশা।
বাংলায় পড়াশোনা করে কারা,
চাষাভুষো গেঁয়ো ভুত হয় যারা!
আমাদের সন্তানদের নেই দাম?
বাংলায় পড়লে সমাজে বদনাম!
বাংলা ভাষা গড়ে নাকি সভ্যতা?
ইংরেজি ভাষাই দেয় সম্পূর্ণতা!
বাংলা সংস্কৃতি তো অর্বাচীনের,
পাশ্চাত্য রীতিনীতি বুদ্ধিমানের!
বাংলার খাদ্যাভাস! অস্বাস্থ্যকর!
কন্টিনেন্টাল ডিস খাদ্যে মধুকর।
বাঙালিয়ানা পোশাক ধুতি,শাড়ি
সমাজে পিছিয়ে পড়া মানুষের-ই!
আহা হা, কিসের জন্য বলা এসব;
বাঙালিরই তো একুশে মহোৎসব।
বছর জুড়ে বাংলা ভাষার দৈন্যতা
একদিনই মাতৃভাষা পায় মান্যতা!