T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় অমিতাভ সরকার

ভাবুন, পাঠক ভাবুন…
মুখে বললেও কেউ তলিয়ে ভাবে না
সবটা শুধুই উপলক্ষ
গাছ কাটলে ছায়া তো কমবেই
রোদ্দুরকে দোষ দিয়ে লাভ নেই
নদীকে অনেক দূর যেতে হয়
পথের নুড়িপাথরে ধাক্কা খেতে খেতে গল্পের স্বপ্ন পাহাড় ডিঙিয়ে
সবটাই যন্ত্রের মতো
ছবির বানান ভুলেও এত বাহানা
চিপসের প্যাকেটের থেকেও মাটির দাম আজ বেশ কম
মায়ের কষ্ট না নিজে বুঝলে
তবে কি বাইরের লোকে বুঝবে
অক্ষরগুলো কি শুধুই পাতা ভরাবার জন্য
রাতের ঘুম নেই
সকালে উঠতেও দেরি
জামাটা তাড়াতাড়ি না কাচলে শুকোবে কখন
জলের বোতলের মুখটা আজও
ঠিক করে আটকানো নেই
ছেলে বড় হয়ে গেল কিন্তু ছেলের বাবা বড় হলো না
বাড়িতে অভ্যাস না থাকলে পড়াটা দায়সারা
খিদে পেলে তখন রং পালটানো
ভাষারও তো একটা অভিমান বলে কিছু থাকে
মাঠগুলো যে সব বিক্রি হয়ে গেল…