T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় সুনৃতা রায় চৌধুরী

মা গো, তোমার তরুছায়ে
তোমার ডিঙি নায়ে
মহুল শালুক গন্ধ মাখা নকশিকাঁথা গায়ে
শ্যামল বনে ধানের ক্ষেতে শীতল মিঠে বায়ে
কণ্ঠ আমার বাণী আমার দিলাম তোমার পায়ে।
মা গো, কাজল আষাঢ় মেঘে
তোমার স্নেহ জাগে
তোমার হাসির উজ্জ্বলতা ছড়ায় অরুণরাগে
ভ্রমর আসে গন্ধে মেতে ফুলের অনুরাগে
বাসন্তিকা হোলি খেলে শিমূল পলাশ ফাগে।
মা গো, তোমার মাটির টানে
ঝর্ণা ডেকে আনে
শস্যপূর্ণা করে নদী চলে সাগর পানে
মাঠে মাঠে লক্ষ্মী আসেন সোনার বরণ ধানে
তোমার জয়ধ্বনি বাজে সাগর কলতানে।
মা গো, তোমার মধুর বুলি
মণিরতন গুলি
মেঠো বাউল, নাওয়ের মাঝি সুর বেঁধে নেয় তুলি
কত কবির কাব্যগাথা ভরায় তোমার ঝুলি
বুকের রক্ত তারি জন্য দিয়েছি অঞ্জলি।