T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় ডরোথী দাশ বিশ্বাস

একুশে ফেব্রুয়ারী স্মরণে
বাংলা আমার সবুজ ঘাসের গালিচা বিছানো শয্যা,
বাংলা আমার শিউলি ভোরের নরম আলোক সজ্জা।
বাংলা আমার অনুরাগে ছোঁওয়া কতো অচেনা স্বপ্ন,
বাংলা আমার শিশিরের জল শুভ্র শূচিতা পুণ্য।
বাংলা আমার হাজার তারার আলোক দ্যুতি ছড়ানো,
বাংলা আমার বিকশিত ফুল শত সৌরভ জড়ানো।
বাংলা আমার অরণ্য গভীর দূর দিগন্ত ছায়ায়,
বাংলা আমার ভ্রমরের সুর স্বপ্ন মোহ মায়ায়।
বাংলা আমার শুভকামনার, ব্যবধান ঘোচায় মনে,
বাংলা আমার সৈকতরেখা,রোদ্দুরে জাগরণে।
বাংলা আমার ঘূর্ণি হাওয়ায় শুকনো পাতার সুর,
বাংলা আমার দলছুট প্রাণে সঙ্গীত সুমধুর।
বাংলা আমার ঘটনাবহুল জীবনের কলরব,
বাংলা আমার আনন্দোজ্জ্বল মুখরিত উৎসব।
বাংলা আমার রামধনু রঙ খুশীর রঙেতে আঁকা,
বাংলা আমার সংগ্রামী মন, উদ্যমে দেয় দেখা।
বাংলা আমার হঠাৎ একাকী স্বেচ্ছা নির্বাসন,
বাংলা আমার সাহিত্যসভার নিকোনো উঠোন।
বাংলা আমার প্রার্থনাসুরে সুগভীর আশ্বাস,
বাংলা আমার অন্তিম বিদায়, অনন্তে পূর্ণ প্রকাশ।।