কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

কাল সকাল
আনাগোনা তো
লেগেই থাকবে;
তাই বলে কি
চৌকাঠে
আলপনা দেব না?
সময় আসতে
এখনো অনেক দেরী,
ক্ষনিকের অতিথি;
তাই উপভোগ করছি
প্রত্যেকটা লহমা।
ঘড়ির কাঁটার টিকটিক,
আবার একটা রাত..
বাটিতে শুকনো চালগুড়ো।
কাল সকালে এসো সক্কলে,
আমি ততক্ষণে বাসি হয়ে গেছি।
ছুঁয়ো না আমায়,
স্নান করতে হবে ফের
কুয়োর ঠাণ্ডা জলে!