কবিতায় অরুণিমা চ্যাটার্জী

সৃষ্টি ছাড়া
সৃষ্টি ছাড়া মানুষটাকে
ভালোলাগার গোপন অলিন্দে
আগলে রাখি।
ও সৃষ্টিকে চ্যালেঞ্জ জানায় !
অনাসৃষ্টি নামে,
অনাবৃষ্টি, খরায়,
ও বুক চিতিয়ে
একাই কাকতাড়ুয়া সাজে !
জ্যোৎস্না মেখে রুপোলী ধান
গোপন অভিসারে,
কৃষকের গোলায় ওঠে।
সৃষ্টিছাড়া মানুষটা মগ্ন হয়ে
উঠোনে অদৃশ্য লক্ষ্মীর পায়ের ছাপ আঁকে।
অনাসৃষ্টি ভেসে যায় অকাল বর্ষণে,
অঝোর ধারায় ঝরে বারি।
সৃষ্টি ছাড়া মানুষটা
খড়কুটো হাতে নিয়ে
প্লাবনে ভাসে।
ধরিত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে,
কারণ আজও বৃষ্টি থামিনি।