কবিতায় গীতালি ঘোষ

স্মৃতিরেখা

সেদিন ছিল না সময়…
চাঁদের বাগানে যে ফুল ছিল,
দৃষ্টির অগোচরে।
নৈঃশব্দের হাওয়ার আগুনে
মন যে পুড়েছিল।
সে কোন আদিকালের বেদনার স্রোতে
চলমান সময়-তরীটি বয়ে চলেছিল…,
তাই পর্দা অপসারিত হয় নি আমার।

কত জল বয়ে গেল,
কত নাও টলোমলো,
কত ছিল ওঠা-পড়া,
সহজে কঠিনে ভরা…
জীবনের প্রথম দোলা, মেঘেদের ভেসে চলা,
সব যেন অদেখা-অচেনা।
সময়ের বন‍্যায় হারানো জগত আমার,
পুরানো মলিন কাগজের মত
উড়ে উড়ে বিভাজিত আজ।
স্বপ্ন খণ্ডিত আজ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।