প্রবাসী ছন্দে বিজন বেপারী (বরিশাল, বাংলাদেশ)

চড়ুইভাতি
শিশু কালের চড়ুইভাতি
এখন আবার খুঁজি
পাড়ার সকল বন্ধু স্বজন
একতাই পুঁজি।
আনতাম তুলে ঘরে গিয়ে
চাল ডাল তেল নুন
রান্না করে দিতেন কাকী
হাতে স্বাদের গুন।
শীতের রাতে হিমের কাঁপন
মনে ভীষণ জোর
কাঠের চুলায় জড়ো সবাই
যেনো আগুন খোড়।
কলাপাতায় ভোজন হতো
খেজুর রসের পায়েস
অমৃত খাই পেটটা পুড়ে
ভালোবাসার আয়েশ।