কবিতায় শাওন গুলমোহর

“মা”
‘মা শব্দের অর্থ
“মেপে দেওয়া”
মা হলো এই বিশ্ব সংসারে
সব থেকে বড় ধার্মিক
যোদ্ধা ও সংগ্রামী।
করেছ মোরে ধারণ পোষন
এবং বর্ধন,
শত কষ্ট ও যন্ত্রণা সহ্য করেও
এনেছ পৃথিবীর বুকে
তোমার কোলে
দেখিয়েছ এই জগতের আলো।
আমার প্রথম কান্নার আওয়াজে
খুশীতে ‘মা’ তোমার দু চোখ ভিজে,
কাছে টেনে ধরে জড়িয়ে হৃদয়ে
করিয়ে দুগ্ধ পান
দিয়েছ তুমি দেহে প্রান
‘মা’ তুমি সর্বশক্তিমান।
যে ‘মা’ করেনি আমাকে গর্ভে ধারণ
তাঁকেও যে আমার প্রয়োজন,
সেও আমার ‘মা’, সে সকলের ‘মা’।