কবিতায় স্বাতী ঘোষ

রম্য হবো
সরিয়ে নাও মুছিয়ে দাও
জটিল কঠিন কারণ
আমার জন্য রাখো কেবল
নিভৃত গহন ভুবন
আমার জন্য ছড়িয়ে রাখো
অপার মরু কান্তার
আমারই জন্য সরল বৃক্ষ
দিগন্তহীন পারাবার
ঝরণা ঝরুক শীতল হয়ে
নদী বয়ে যাক ছলোছল
ফোটাও বৃন্তে যত মোহময়
শিশির পীড়িত ফুলদল
এক সমুদ্র ঢেউ তুলে দাও
আমায় ভাসাও স্রোতে
অতিপর্বত পার হয়ে যাই
মনন অভিঘাতে
আমি রম্য হবো, পূর্ণ হবো
তোমার করুণ হাতে।