গল্পেরা জোনাকি তে রীতা চক্রবর্তী

হে নূতন এসো এসো
আজকে যখন ঘড়িতে রাত বারোটা বাজবে,
দু’হাজার চব্বিশের শুভক্ষণ শুরু হয়ে যাবে।
বাড়িঘর মানুষজন থাকবে আগেরই মতো,
শুধু ক্যালেন্ডারের শেষপাতাটাও শেষহয়ে যাবে।
পৃথিবীর বয়সে আরও একটাবছর যোগ হবে।
সুখদুঃখে মেশানো সময় মনেরখাতায় জায়গা নেবে।
মাঝে মাঝে মনের ঝাঁপি খুলে পুরোনোদিন দেখিয়ে যাবে।
কত স্মৃতির স্মৃতিকথা মনেমনে শুনিয়ে যাবে।
আপনপর হারালো যারা তাদের কথা স্মরণ করে
রোমন্থনে কাটবে বেলা প্রশংসার কথাসাগরে।
বছরশেষে আবার তখন স্মৃতিকথায় ভরিয়ে দেবে।
আসবে আবার নতুনবছর আসবে একটা বছর পরে।
হাসিকান্না মন্দভালোয় মিলেমিশে কাটাই দিন।
নতুনসূর্য রোজই আসে রোজই আসে নতুনদিন।
দিনে দিনে বয়সবাড়ে ঘনায় ধীরে বিদায়কাল।
সত্যিটাকে জানি সবাই তবুও কাঁদায় বিদায়কাল।
নতুন বছর নতুনভোর অনেক আশা আলোর ডোর
আনবে সাথে প্রত্যয়ী মন কথা রাখার অঙ্গীকার। এসো এসো নতুনআলো মুছে দিয়ে অন্ধকার।
নতুন বছর এসো এসো জানাই তোমায় নমস্কার। – – – – –