সম্পাদকীয়

২৫ সে ডিসেম্বর শান্তিনিকেতনের কথা বড় বেশি করে মনে হয় । প্রচন্ড শীত তাও শাড়ী পরতে হবে, শাল নিতে হবে সোয়েটার পরতে প্রচন্ড অনীহা। সকালে হবিষ্যান্ন খেতে পাঠভবন কিচেন । গরম ভাতে ঘি গড়িয়ে যাবে, সবজি সেদ্ধ, ডাল সেদ্ধ, শেষ পাতে দই, পায়েস আর একটি কমলা লেবু । লেবু হাতে করে হস্টেলে ফিরে, কমলার গন্ধ, ছাতিমের চড়া গন্ধের মিলে যাওয়া বুঝতে বুঝতেই দুপুর এলিয়ে যায় আলসে বিকেলে, সাদা শাড়ী পরে মন্দিরে যাওয়া. কাঁচ মন্দিরের আলোতে কাঁপে নীল, হলুদ মোমের শিখা । কপালে রুঢ়ির টিপ শাড়ির পাড়ের রঙের সাথে রঙ মিলিয়ে এঁকে নেয় বান্ধবীরা ।
মন্দিরে একের পর এক খ্রীষ্ট গানের মধ্যে সব চেয়ে মনে ধরত ‘একদিন তাঁরা মেরেছিল তঁারে গিয়ে রাজার দোহাই দিয়ে” আর “কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো ।”
মোমের শিখার মতই কাঁপে নিজের অস্তিত্ব ।
আরেকটা বড়দিন এসে গেল ।
শুভেচ্ছা নিরন্তর ।
ইন্দ্রাণী ঘোষ