হে মানব জমিন।
তোমার কাছে নিয়েছিলাম
কেতকী অসুখ,
আজন্ম দহন আর
চন্দ্রমুখী ঋণ!
নিয়ে ছিলাম দু হাত ভরে ,
অপবাদের শীর্ষে বসে
চণ্ডালিকা র ছায়া ঘেঁষে
এক খন্ড সবুজ সমাধান।
নিয়েছিলাম নদীর নিয়ম,
অনিয়মের জলে ভেসে গেছে
নীতি হীন নৌকায় কারাবাস
উপহাসের সমুদ্র বেলায়!
হে, দহন ভুমি।
তোমার কাছে আমার
খনিজ নেশার
খনন কার্য রাখা আছে,
জানো তুমি ?
রাখা আছে ছুরি থেকে
মুছে ফেলা সুখ।
রাখা আছে রাঙা মাটি
বাউল বিফলতা
ধান গন্ধে বিভোর অসুখ।
তোমার কাছে রাখা
দগ্ধ জ্বরের শিরস্ত্রাণ খুলে
এই রাজ্যে পাট, এ মায়া প্রপঞ্চণ
এ বিচিত্র বণিক, ভাঁড় ,চাটুকার
ধর্মের চিতাকাঠ ঠেলে
আমি চলে যাবো কোন দিন
হাঁটা পথে শিশুদের
গুড়ি গুড়ি সূর্য ওঠার দেশে।