কবিতায় টুলা সরকার

বাঁচার মতো বাঁচা
আজ রাত দেবেনা সাথ।
সারারাত নির্ঘুম যাপন।
টিকটিক ঘড়ির আওয়াজ।
অসহ্য লাগে এমসময়।
মনে হয় ঘর ছেড়ে বেরিয়ে যাই।
যেখানে দুটো মনের কথা বলা যায়।
এই বদ্ধ ঘরে একাকিনী ভীষণ জ্বালাময়।
এতো বড় জগতে কত লোকের বাস।
কেন তবে এতো একা লাগে আজ?
জানি সবটাই মনের ব্যাপার মানিয়ে নেওয়ার অভ্যাস।
মাঝেমাঝে ভাবি ভালোই রপ্ত করেছি অভ্যাস।
কিন্তু না এখনো পেরে উঠিনি একার সঙ্গী হওয়ার।
রাত হলেই চারিদিকে ফিসফাস, মজা করে আমায় নিয়ে।
তারা যেনো বলে একাই বাঁচো, সবাই একা এ জগতে।
অভিমানের সাগর বইয়ে দিচ্ছিস রোজ রোজ।
কিসের তোর এতো অভিযোগ?
এসেছিস একা যাবি একা, মধ্যে পথে অনেকের দেখা।
অনেকের মধ্যে অতি আপনও এসেছে একা যাবে একা।
বৃথাই কেন তোর এসব ভাবা।
রোজ রোজ মরে বাঁচার চেয়ে বাঁচার মতো বাঁচ আজ।
চেষ্টা করে যাই আপ্রাণ, কিছু প্রতিকূল পরিস্থিতি গুলিয়ে দেয় সব কাজ।
লড়াই করে যাই নিয়ত বাঁচার মতো বাঁচার জন্য।
খানিকটা হলেও বোধহয় হয়েছি সফল।
অপাংক্তেয়দের করেছি বিফল।।