অ আ ক খ – র জুটিরা

শহর ও শীত
শহরে এবার শীত পড়েনি ততটা
ঠিক যতটা শীত পড়লে কুঁকড়ে যাওয়া যায়
শহর এবার শীত ছুঁয়ে দেখেনি
ঠিক যতটা ছুলে প্রেমিকা হয়ে ওঠা যায়
শহর বোধহয় শীত চায়না আর
থিক যতটা না চাওয়ায় সম্পূর্ন পাওয়া হয়
শহরে আর শীত আসবে না মনেহয়
ঠিক যতটা অভিমানে প্রেমিকা আত্মঘাতী হয়
শহরে হয়ত সত্যি আর শীত পড়বে না
কারণ শীত যে আজ অন্য দেশের বাসিন্দা।
অনিন্দিতা ভট্টাচার্য্য