কবিতায় পদ্মা-যমুনা তে রবিউল ইসলাম

আধো ভেজা চুল ও আঙুল
সত্যিই এলোমেলো গেল -জীবন
কখনো গোছানো হলো না
অবহেলার দারুণ জোছনা
করলাফুলের মতো মনোরম।
ক্ষতের দরদ
নকশা রাঙা আয়ুতে মিশে গেছে সেই কবে।
সন্ধ্যার ভোর
ভাপা পিঠার
বুকের মেঠোপথ বেয়ে
সান্ত্বনার গোধূলি।
বৃষ্টির আইল ভিনদেশী নাগর।
দক্ষিণের খোলা বারান্দায়
বিচ্ছেদের ঘ্রাণ চির স্বৈরাচারী।