প্রবাসী ছন্দে আবদুল বাতেন (নিউইয়র্ক) by TechTouchTalk Admin · November 29, 2023 রিকুয়েস্ট যে রকমই থাকি না, বুকে বেঁধে- চরে আচমকা আটকে যাওয়া লঞ্চের আহাজারি সেঁটে শিরা উপশিরায় পাহাড় ধ্বসে পড়া ঘরের গোঙানি প্রিয় প্রাক্তন, তোমার টগবগে বরের বিত্তের বয়ান করে করে আমার ফাটা ফুসফুসে আর জোড়া জোড়া জোঁক ধরিয়ে দিও না। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা) March 30, 2022 by TechTouchTalk Admin · Published March 30, 2022