কবিতায় শাওন গুলমোহর

নিঃসঙ্গ আলো
ইচ্ছেরাও আজ করেনা ঈশারা
ফিকে হয়ে যাওয়া রঙের দিকে,
বাতি গুলোও জ্বলছে না আলো
বৃষ্টিস্নাত সন্ধের পর।
দিনের শেষে এসে আঙ্গুলের ফাঁকা দিয়ে
জীবনকে একা রেখে সম্পর্ককে রিক্ত করে
কত সময় গেল চলে কিছু স্মৃতি ফেলে রেখে,
অনুভূতি গুলোকে নির্লিপ্ত করে
আর আমাকে এলোমেলো।
তবে কি একাকিত্ব দিয়ে যায় ডাক
নাকি নিঃসঙ্গতার ছোঁয়া,
না আজ আর কোন চাওয়া পাওয়া নেই
নেই কোন দাবী দাওয়া
শুধু একান্তে এক মুঠো কেঁদে নেওয়া
ঠিক যেমন গুমোট মেঘের হয়ে যাওয়া বৃষ্টির মত।