কবিতায় সুমা গোস্বামী

গল্প বলা মেয়ে
সাধারণ মেয়েটির গল্পটাও খুব সাধারণ হয়।
একটা একঘেঁয়ে দৈনন্দিন জীবন,
আর বেশ কিছু চরিত্রের সংলাপ ঘিরেই আবর্তিত
সাধারণ মেয়েটির অন্তরমহল।
তবে কখনো সখনো মেয়েটি যদি হাতড়ে বেড়ায়
কিছু একটা খুঁজে বেড়ায়
তখন কিন্তু মেয়েটির গল্পটা আর সাধারণ থাকে না,
সে তখন গল্প খোঁজা মেয়ে হয়ে যায়।
কোনো বাড়ির রোয়াকে, চায়ের দোকানের বেঞ্চিতে,
ফুলওয়ালি মাসির জীবনীতে অথবা লোকাল ট্রেনের কামরায়— মেয়েটি গল্প খুঁজে পায়।
এরপরের গল্পটা অবশ্য সবাই জানে।
মেয়েটি এবার গল্প বলা মেয়ে হয়ে যায়।
হরেক গল্পের পসরা সাজিয়ে সে ফেরি করে চলে রাগ-দুঃখ-হাসি-কান্নায় ভরা এক আঁজলা জীবন,
অভিমান-অনুযোগে ঘেরা কল্লোলিনী জীবন যাপন।