সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

প্রাত্যহিক

সৌরভ শইকীয়া 
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

_সোমবারে আমি বাড়ি থাকব না,সোমবারে এসো না
মিশে যাব বাতাসে,মঙ্গলবারেও এসো না
_বুধবারে?
_বুধবারে যে আমি কোথাও যাই না
_কী কর সেদিন?
_ভেতরে থাকি দরজা বন্ধ করে
রাতে ধীরে ধীরে জানালাটা খুলে দিই
_কারণ?
_কারণ,বাতাস আসে… পোড়োবাড়ি থেকে
জ্যোৎস্না আসে…পোড়োবাড়ি থেকে
দুটো পাশে থাকলেই আমি ঘুমোতে যাই।
_বুঝতে পারলাম,আচ্ছা বৃহস্পতিবার?
_সেদিন সকালবেলা
আমি আরম্ভ করি একটা অঙ্ক
যার উত্তর কখনও বের হয় না
_তাহলে শুক্রবার পর্যন্ত তুমি অঙ্কটাই করতে থাক?
_না বোন,না।
শুক্রবার আমি ঠান্ডায় জড়োসড়ো হই
কাঁপতে কাঁপতে পাক খাই শীতের ববিন একটায়
কুয়াশার সুতো হয়ে সেই শীতার্ত রাতে
_শনিবার? আর শনিবার??
_বললাম না ঘষেমেজে পরিষ্কার হই বলে
কেবল রবিবারেই আমি মানুষ হই
_তাহলে ঠিক।রবিবারেই যাব তোমার বাড়িতে
_এসো,একটা সাগর হয়ে এসো
নীল চোখ দুটি বুকে গুঁজে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।