কবিতায় বলরুমে সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

রাই একবার বলো ভালবাসি
(রাই সিরিজের একটি কবিতা)
রাই,আমি তো কবিতা লিখি না!
আমি তোমায় লিখি।
আমি লিখি তোমার আলতো হাসি,
আমি লিখি সেই সব শব্দ যা তুমি আমায় দেও ।
রাই শুধু আমার প্রিয় হয়ে থেকো।
রাই, তুমি কি জানো স্বপ্ন আঁকি?
যেখানে রামধনুর রং মেশে?
দু হাত পেতে চেয়ে
আমি তোমায় ছুঁয়ে দি।
রাই, তুমি একবার বলো আমি তোমায় ভালোবাসি!!!
আবার বলছি শোনো, আমি কবিতা লিখিনা
লিখি তোমাকে কিছু বলে যাওয়া
তোমার ওই চোখ দিয়ে
তোমার ঘুরে তাকানো,
তোমার খোঁপায় ফুল ।
রাই, একবার বলো আমি তোমায় ভালোবাসি!!
তোমার নাম আমি রাই রেখেছি
যা তোমার পায়ের নিক্কন ধ্বনি শোনার ব্যাকুল ইচ্ছেতে
এ মন সারা শরীর অপেক্ষায় থাকবে।
আমি সারা রাত জেগে থাকবো তোমার কণ্ঠে তোমার
আগমনীর গান শোনার অপেক্ষায়।
রাই, একবার বলো আমি তোমায় ভালোবাসি!!
রাই,হারিয়ে যেতে চাই আমি মেঘলা আকাশে
বৃষ্টি হয়ে ঝরবো তোমার দুই নয়নে।
হারিয়ে যেতে চাই আমি উত্তাল সাগরে
ঢেউয়ের আঘাত হানবো ঐ কঠিন হৃদয়ে।
রাই একবার বলো আমি তোমায় ভালোবাসি!!
রাই, আমি জানি–
সব সময় সবার মধ্যে আমাকেই খুঁজবে
আমি গোপনে তোমার মনের কোনো এক কোণে
বাসা বেঁধে আছি, তুমি সাজবে মনে মনে শুধু আমার জন্যে।
রাই একবার বলো আমি তোমায় ভালোবাসি!!
বলবেনা রাই ভালোবাসি
একবার বলো ভালোবাসি
কিন্তু ভালোবাসবে আমি জানি
কারণ রাইয়ের শূন্য বুকে
নীল বাঁধা পরে আছে।