T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন শান্তনু ভট্টাচার্য

অনন্ত ক্ষমার মাঝে
একই বিছানায় শুয়ে
অন্য নারীর শরীর নিয়ে স্বপ্ন দেখলে
অসীম নির্লিপ্ততায় ক্ষমা করে দেয়– আমার স্ত্রী।
আজন্ম কাঠুরিয়া হাত
পিছনে লুকিয়ে মহীরুহর সামনে দাঁড়ালে
ডালপালা উঁকিঝুঁকি মেরে– যীশুখ্রীষ্ট বনে যায়।
মাঝে মাঝে দূরন্ত ষাঁড়ের সামনে
লাল রুমাল নেড়ে ম্যাতাডোর হলে
কী তাচ্ছিল্যভরা দৃষ্টি নিয়ে সে ফিরে যায় খোঁয়ারে।
অথচ অবাক লাগে
এতো ক্ষমা আর ক্ষমার মাঝে
গলায় ফুলের মালা, মাথায় চন্দন টিকা
হাতে রাখালিয়া বাঁশি খুঁজতে খুঁজতে
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি–
সারা শরীর জুড়ে ক্ষত.. শরশয্যার