T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন পরিমল ঘোষ

দীপাবলি
দীপাবলির রাতে দেখি
আলোকের বাহার ,
হরেক রূপ ফুটে ওঠে
তুলনা নেই তার।
হাজার রকম বাজি পোড়ে
জমে রঙের মেলা,
ছোটো-বড়ো সবাই মিলে
করে খুশির খেলা।
কত-শত দুঃখ ও ব্যথা
জীবন ঘিরে থাকে,
এমন দিনে এসব কথা
ক’জন মনে রাখে?
আলোর ছটায় ঘুচে যাক
মনের যত কালো,
সবার মনে উঠুক জেগে
সত্য-ন্যায়ের আলো।