T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন লীলা দেউরী

দীপাবলি
জানো পরজীব, আমি তোমার বিচক্ষণতার
স্বপ্ন ভ্রমর হয়েছি
শরতের কোলে হেলান দেওয়া শিউলী
হেমন্তের হাত তোলা সু-ঘ্রাণে মৌ, মৌ
মৃত্তিকা আজ।
দীপিকার আলোয় অন্ধকার আজ হবে দূর
সতীর্থ সহস্র বছর কেটেছে এ কাল পরিণত হতে।
অদম্য ইচ্ছা শক্তি শক্তিশেল হয়ে খুঁটছে
জানো কেমন? যেমনটা ঢেঁকির শব্দ তালের
প্রতিধ্বনি।
বিশ্বস্ততার দিব্যচক্রে নিজেকে বেঁধে
পরীক্ষা ভ্রুণ খুঁজে ফিরছ
জানি এ নাগপাশ থেকে নিজেকে
ছাড়িয়ে দিতে চাইছ না।
পারবেও না, আমিও যে পারি না ক্ষয়ে যাওয়া
নান্দনিক হতে;
সমগ্র আকাশ, বাতাস, পাহাড় চূড়া
সমুদ্রতীর জানে এ জলচ্ছ্বাস।
বজ্রপাতের আওয়াজের গম্ভীরতাও জানে
এ উল্টো ধ্বনি
কিন্তু,
সে আওয়াজ শব্দহীন নির্বাক আচমকা অশ্রুহীন।
শান্ত নিশ্চল প্রতিরোধমুখর নির্লিপ্ত বোধ
এ এক ঋষি বোধের দৈন্যতা, যজ্ঞাহুতী।