T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন অন্নপূর্ণা দাস

দীপাবলি
কিছু সময় খুবই বেদনাদায়ক হয়,
স্মৃতিতে ফিরে আসে বারেবারে…
গতবছর এই সময় শাশুড়ি মা ছিলেন।
এই বছর আলোর মধ্যে কোথায় যেন একটা অন্ধকার,
তবুও সময় বয়ে চলে বেদনাকে সাথে নিয়ে…
এক এক সময় ভাবি কেন এমন হলো?
ভালোই তো ছিলাম,
আজ সবই ফাঁকা।
এইভাবে জীবনের সময় এগিয়ে চলে…
মনের অন্ধকার দূর করতে পারে শুভ চিন্তা,
এই শুভ চিন্তা তো দীপাবলির প্রকৃত আলো,
যা হৃদয়ে শান্তি আনে ……