কবিতায় পাপড়ি রায়

আলোমন
ভুলঠিকানায় মেঘের দেশে স্বপ্নউড়ান
হলুদপাখীর ঠোঁটে কুহু বসন্তগান
হারিয়ে যাওয়ার ভাষা চিঠির নীলচে খামে
বৃষ্টিলেখা রামধনুতে আখরস্নানে
ছেঁড়াপাতার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
মেঘের দেশে রামধনুর ওই রঙীন ভাঁজে,
ভালোবাসার আলতো ছোঁয়ায় রূপকথা হয়
হাজার কথা নীরব যখন মুগ্ধ চোখে।
তখন বড়ো মায়ায় ভরা মোম বিকেলে
সাঁঝের প্রদীপ ওম আলোতে আদর খোঁজে
আলতো ছোঁয়ায় আহ্লাদীমন মিষ্টি হাসি
ভোরের আভায়, পাখির ডানায়, ছন্দে নাচে।
তখন সেদিন একলা মেয়ের হৃদয় জানে
কমলহীরের পরশটুকু আগলে রেখে
অরূপরতন একতারাটি অন্তরে তার
বাজাবে সে সুর, নিজের শর্তে, আলোর গানে।