কবিতায় সুনীল মাজি

ধ্বনির ভেতর
সূর্য চলে যাচ্ছে। আমরা থমকে দাঁড়িয়েছি।
আমরা যে যেখানেই ছিলাম থেমে গেছি।
আমাদের চোখ ঝিমুতে শুরু করেছে–মা শাঁখ বাজাচ্ছে।
আমরা সেই ধ্বনিতে ভেতরের পোকাগুলো মেরে ফেলছি।
এখন কথা বলতে নেই। বুকের ভেতরে জমানো কথায় কতসব আবেদন,উত্তাপ!
বলো সূর্য! উচ্চারণ করো! এই নামের ভেতরে থাকে উত্তাল উত্তাপ।
বলো সূর্য! সে আর তোমাকে ছেড়ে যাবে না–তুমি সূর্যের কিরণের ভেতর
কী অসাধারণ ঝিলমিল ঘুম–এক জ্যোৎস্নার জ্যোতিস্বরূপ তুমি
আমাকে জড়িয়ে ধরছ–আমাকে বালার্ক বলে ডাকছ
আমি তোমার সব স্পন্দন গ্রহণ করেছি
আহা শঙ্খধ্বনির সঙ্গে আজানের সুর মিলে যাচ্ছে
সব ধর্মের সুর এক– সব ধর্মের উৎস এক
এক গহন সুরের ভেতর আমরা ঢুকে পড়ছি
পুনর্জন্মের ভেতর
সূর্য ফিরে আসছে। আমরা নিঃশব্দ হয়ে গেছি।