T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় সংযূক্তা মজুমদার

জাগরী
লক্ষ্মী পুজো ঘরে ঘরে
পাবো সোনা তারই বরে
তাকেই পুরে বাক্সে ভরে
দেমাক দেখাই গ্রাম শহরে
কালো সাদা যেমন আসুক
আমার ঘরে লক্ষ্মী থাকুক
ছেলে আসুক লক্ষ্মী আনুক
তারও ছেলে সোনার ঝিনুক
লক্ষ্মী মরছে অ্যাসিড পড়ে
লক্ষ্মী খাচ্ছে মার বেঘোরে
ধর্ষিতা লক্ষ্মীদের সারি
বাড়ছে কেবল ঘরে ঘরে
তবুও করি লক্ষ্মী পুজো
রাখো মা ঘর আলো করে
চুটিয়ে জীবন বাঁচবো আমি
টাকার জোরে… তোমার বরে