T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় ইন্দ্রাণী ঘোষ

কোজাগরী কথা 

লক্ষীরানী পক্ষীরাজ,
দস্যি মেয়ে লক্ষী আজ ।
ঘরের ভিতর এ.সির হীম,
ঘুম ঘুম চোখ ছুটির থিম ।
প্যাঁচা খানিক জিড়িয়ে নিয়ে,
বসল এসে মায়ের পায়ে ।
‘কন ঠাকুরন কোথায় যাই,
কোন বাড়ী বেশ হাই- ফাই ?’

লক্ষী কহেন ‘ থাম দেখি নি, আজ আমার ছুটির দিন ‘,
প্যাঁচা কহেন ‘কন কি মাতঃ ,আপনার আজ প্রফিট দিন । ধানের ছড়া , আলপনা রঙ, নাড়ু ,মোয়ায় সব রঙীন । ‘
লক্ষী বলেন ‘প্রফীট, লস বছর ভর ,
আজকে শুধু ঘুমের ঘর ।
গুগুল পে হয়ে গেছে,
আর যা কিছু পাওনা আছে,
পে টিম এ বলা আছে ।
উড়ে গিয়ে চাঁদের কাছে,
খবর নে সে কেমন আছে ।
বলিস তাঁকে দেখা হবে ,
সবাই যখন ঘুমিয়ে রবে ।
কিরণ বেয়ে নেমে এসে
রির্জাভ ব্যাংক গলির পাশে ।

আজকে আমার চাদনী রাত ,
স্বপনদোলায় চাঁদের সাথ ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।