কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

সবজান্তা
গেদু মিয়া ভাবে সদা
তিনি একাই সবজান্তা,
মুখের কথা কেড়ে নিয়ে
আওড়ায় মুখস্ত নামতা।
সব কথাতেই তর্ক করে
আগ বাড়িয়ে পিছে,
সে যা বুঝে তাহাই ঠিক
আর সবারটা মিছে।
ধারে কাছে যারেই দেখে
ভাবে সবাই তার ছাত্র,
সব কিছুতেই প্রশ্ন করে
তার কাছে আসা মাত্র।
অনেকেই পাশ কেটে যায়
জড়ায় না কোন দ্বন্দ্বে,
গেদু ভাবে একাই জানে
মুচকি হাসে পরমানন্দে।