T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আরণ্যক বসু

চোখের পাতায় চুমু
(“এসো কাছে এসো, আমার অশ্রু মুছে ফেলো…
আমার কবার মরণ হবে বলো… যেদিন এসেছো তুমি,
মরণ তো সেদিনেই হলো…”
প্রিয় শিল্পী শিপ্রা বসুর একটি অসামান্য গানের কলি )
আমার ভিজে-থরথর ঠোঁট,
তুই ধুধু চিলেকোঠা ঘর,
তোর জোড়া তিতিরের বুকে,
আমার পলাতক অন্তর।
আঁকি অনেক দূরের দুপুর,
তোর নূপুরের চেনা ডাকে,
যেন মৌবনে আজ মৌ,
এলো হতবাক মৌচাকে!
তুই এ আকাশ ফেলে যাবি ?
ভেঙে পলকা কাচের চুড়ি ?
আহা, শ্রাবণের অ্যালবামে,
তুই স্থলপদ্মের কুঁড়ি ?
আমি ভরা কোটালের জলে,
যেন কবেকার কুটোখড়,
তুই রজনীগন্ধা বনে,
নামা লন্ডভন্ড ঝড়….
নামি বুকের গভীর খাঁজে,
আমি কখন যে নীল চাঁদে,
জানি তোর তোর খোলা পিঠে,
সব অপরূপ-কথা কাঁদে!
নদী উজানে আসবে কখন?
যখন শিউলির ঘুম ঘোর !
আমার বুকের উঠোনে তুই,
সেই নকশীকাঁথার ভোর….
বাদল মেঘে-মেঘে, রোদ্দুরে,
কালো দুগ্গার না পাওয়াতে,
আমি চির ঋণী থেকে যাবো
সব তালিমারা ভাবনাতে।
জানি প্রহর শেষের আলো,
তোর সবটুকু এনে দিলে,
আমি ক্ষণিকার পাতা খুলে
ফিরি আবার অন্তমিলে…
তোর অনাগত নীলাকাশে
মহা পৃথিবীর চিরকুটে,
এই শ্রাবণের শেষ বেলায়,
বল,আবার উঠবি ফুটে ?
ভিজে অরণ্যে বনদেবী,
তুই কান্না ছাপিয়ে ওঠ,
তোর চোখের পাতায় চুমু,
তোর ঠোঁটের অতলে ঠোঁট….