T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় রিতা মিত্র

সময়ের আল পথ
নিভে যাওয়া মোমবাতির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃত স্বপ্নের কঙ্কাল
সম্ভাবনার পথ যেখানে সঙ্কীর্ণ
বুঝে নাও অজুহাতের ইশারা
ভুলের ঢিবির উপর দাঁড়িয়ে পশ্চাতাপের মন্ত্র আওড়াই
তবুও বিভ্রমের হাতছানি বুঝে উঠতে হয়নি সফল
সময়ের আল পথে পড়ে আছে ভাঙা প্রতিশ্রুতি শুকিয়ে যাওয়া ভালোবাসার গোলাপ
গাছের কোটর থেকে মাঝে মাঝে ডেকে ওঠে প্যাঁচা
এটা কিসের সঙ্কেত!