T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় টুলা সরকার

এ কেমন পুজো
এ কেমন পূজো তোমার মাগো?
লক্ষ টাকায় মূর্তি, মণ্ডপ জাঁকজমক
হাজার বাতির রোশনাই ঝলক
চতুর্দিকে জন সমাগম।
বিসর্জনের জন্যই কি এতো আয়োজন?
জীবন তো এমনই সাজিয়ে গুছিয়ে বড় হওয়া।
শিক্ষা দীক্ষা কিছু সময়ের অনিশ্চিত পথ চলা,
শেষে সময়ে অসময়ে জীবন ছেড়ে-
প্রাণহীন জগতে পাড়ি দেওয়া।
সেই যে সকাল হতেই সামিল
জীবনযুদ্ধে তোমার উমা—
ঘরে সবাই অনাহারে,
হিসেব কি তার রাখো গো মা?
শত ছিন্ন বস্ত্র গায়ে,
অসম জীবন কেমনে বয়ে
চলেছি তবু সমুখপানে
একবারটি তাকিয়ে দেখো,
তারা কি বা বোঝে পুজোর মানে।
চারটি দিনের উৎসবেতে
আনন্দগান হৃদয় হতে
উৎসারিত হয় না যে আর
দুঃখে যে বেঁধেছে সেতার
সুন্দর এই জীবন যেন
এতো আলোয় আঁধার হেন
কেন হয়না এসব সমান।
জীবনে থাকুক জীবনের মান।