সাতে পাঁচে কবিতায় সুদীপ্ত রায়

মালগাড়ি

বোতলজাত মালগুলো আসে ট্রাক বোঝাই করে
এরপর ঊর্ধ্ব- অনূর্ধ্ব সকলের গলা অতিক্রম করে,
একসময় কলির অবতার প্রসব করে।
ওদের দৃষ্টিতে বোন মেয়ে অন্যের বউ সবাই মাল।
মালগাড়ি চেপে মালগুলো আসে বাংলাদেশ থেকে
এই পথেই বেনাপোল হয়ে কলকাতা।
তারপর আর কতটা স্টেশন হয়ে
কতটা দূর গন্তব্যে- জানা নেই।
মালবাহী জাহাজেও মাল যায় পোর্টব্লেয়ার
অথবা অন্য কোথাও….
কেউবা পরমানন্দে গাঁটের পয়সা খরচ করে
মাল হয় বায়ু পথের!
মালবাহী রাস্তায় যে মেয়েটি হারিয়ে গেল
এতদিনে সে নিশ্চিত মা হতে পারতো –
অথচ… কিনা মাল হলো !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।