T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুজাতা দে

সবখানেই উমা
সব বিপদে ঝাঁপিয়ে নামা,নেই পরোয়া নেই যে থামা;
ভালোবাসায় জড়িয়ে রাখো; দু:খ-বিষাদ লুকিয়ে ঢাকো,
তাই তো তুমি-ই উমা।
বাড়ার বেলা পুষ্টিবিহীন; অনাহারেও হাস্যমুখ,
ভাতের থালা বিলিয়ে দিয়ে- বিষাদ মাঝেও খুঁজছে সুখ।
এই নাহলে উমা!
নীতি ন্যায় নিয়েই বাঁচে; প্রতিবাদে পোষাক লাটে..
কন্যা দেখি মিছিলে হাঁটে,ঘরকন্নায় দারুণ খাটে,
এইতো আমার উমা!
সমান দাবি আছড়ে পড়ে,অধিকারের লড়াই ভরে
আইন দিশায় পথ খুঁজেছে, ভুগছে যারা বিপদ জ্বরে।
তাই-তো মেয়ে উমা।
কাঁধ মিলিয়ে পুরুষ বসের-মহাকাশের গবেষণা
আবিষ্কারের মরণপণে ওই মেয়েকে যাচ্ছে চেনা
সেই কি তবে উমা!
তীরন্দাজ মেডেল জিতে লড়াকু মেয়ে অলিম্পিকে
রেঁধে,লিখে প্রতি পদে সব সেরাদের করছে ফিকে।
এরাই বুঝি উমা!
জেলে বসেও নোবেল শান্তি প্রাইজ ছিনিয়ে নেয় যে নারী
আকাশসীমায় স্বপ্ন বুনে নিজ-পরিচয় থাকুক জারি।
আধুনিকা-ই উমা!
উমাকে খোঁজো বিশ্ব চিরে, খুঁজে দ্যাখো রান্নাঘরে..
তোমার আমার মাঝে মেয়ে- বিজয়িনী খুন্তি নাড়ে।
তালিয়ে দ্যাখো উমা।