T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুপ্রভাত মেট্যা

হীরের আংটি
বাইরে থেকে দেখার আড়ালে যে
আলো আমি পাইনি তোমাকে ।
আমার হাতপাখা হারিয়ে ,লোডশেডিংয়ের মুখোমুখি দুপুর
এখন তোমাকে চাইছে, ফুরফুরে হাওয়ার পাতায় তুমি কথা বলো…
তোমার হীরের আংটির আঙুল এসে চমকে দিক ,আমার এ বুক,আমি ঝলমলিয়ে উঠি।
মনের বিনুনুি সুতোয় গেঁথে নিই তোমার তাতানো কবিতা
আর বৈধব্য খাতায় আমি খুলে দেখি তোমার অপূর্ব লাবনি ,আহা ধবধবে সাদা !
মেঘ উড়ে যাওয়া অন্ধকারে ব্যথার অশ্রু জমে উঠলে,
আমার দুঃখমাখা জীবন ,তখন তোমাকেই চায়।
তোমাকে চায় আনন্দের শিরোমণি বর্ষার জগতে অজস্র সন্ধ্যায় এই হেরে যাওয়া মুখ।