T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুনন্দ লস্কর

নিজস্বতা
নিজস্বতা –
ছুঁয়ে থাকে আলতো শরীরজুড়ে
বুকের ঠিক মাঝামাঝি, শ্বাস-প্রশ্বাসে , অনুভবে
জড়িয়ে থাকে আষ্টেপৃষ্ঠে
জানে শুধু – একান্তই আপন, নিজের কেউ
রাত-দিন ভেসে আসে
চেনা সেই গন্ধ, মিশে যায় চোখের পাতায়
তাড়িয়ে বেড়ায় –
অন্তহীন নির্ঘুম রাত পায়চারি করে যায়
নির্জন বোবা বারান্দায়
চলচ্ছক্তিহীন এসে দাড়াই মহানন্দা ব্রিজে
গোটা শহুরে যানজট ভিড় করে পথ আগলে
নিচে শুয়ে থাকে মরা নদী ঠিক একভাবে উদাসীনতা নিয়ে
অথচ কি আশ্চর্যভাবে জেগে উঠে
পুজোর ভরা মরশুমে !
নিজস্বতা –
ছুঁয়ে থাকে সব শরীরেই
ঠিক যেমন হিমেল গা ছমছমে জলজ হাওয়া
শুয়ে থাকে পাহাড়ি সর্পিল পরিত্যক্ত রেল লাইন জুড়ে ..