T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় দীপক বেরা

পুজো মানেই
পুজো মানেই,
শরৎ আকাশে সাদা মেঘের ভেলা
পুজো মানেই,
মাঠে ঘাটে কাশ ফুলের মেলা।
পুজো মানেই,
ভোরের বেলা শিউলি ফুলের ছন্দ
পুজো মানেই,
ঘরে ঘরে ধূপ আর ধূনোর গন্ধ।
পুজো মানেই,
ঢাকের বাদ্যি বাজনা বাজায় ঢাকী
পুজো মানেই,
কাউন্ট ডাউন আর ক’দিন, বাকি?
পুজো মানেই,
দুর্গা দশভুজা আসবে সপরিবারে
পুজো মানেই,
ঠাকুর দেখা মন্ডপ ঘুরে ঘুরে।
পুজো মানেই,
এই ধরাধামে বাজে আগমনীর সুর
পুজো মানেই,
মনের অসুর নিধনে হোক তমসা দূর।