কবিতায় বলরুমে অমিতাভ সরকার

এলার্জি
আটকে গেছি
বেরোতে চাইছি, পাচ্ছি না
যত সময় যাচ্ছে ভিতরটা আরো ঘেঁটে ঘ
একটুতেই রক্তের এত দাগ
সহ্য হওয়া না হওয়া সবটাই জিনের কেরামতি
শরীরের রং দেখে অসুখটা চট করে ধরা যায় না
সব জায়গায় সেই একই ইচ্ছে
গল্পের ব্যালকনিতে চা-পানের আদুরে আয়োজন
অভিমন্যুর চিন্তায় প্রকৃতির মায়াবী চক্রব্যূহ সাজানো
পছন্দের খাবারগুলো প্লেটে জাঙিয়া পরে অর্ধনগ্ন দেহে অন্যের শয্যাসঙ্গী
( আজ আর বলার কেউ নেই
যে বলবে সে নিজেও তো…)
চাকরি মানেই তো পেটের জন্য
পেটটা দিন দিন আরও নারী চায়
এখানে নারীর আরেক নাম যে এলার্জি।