কবিতায় শুভদীপ মাইতি

অবলুপ্ত
প্রসঙ্গক্রমে এই আশ্বিনেও ফিরে আসেননি আমাদের অশ্ব পুরুষেরা।
আনকোরা পবিত্র উপশমে ভূতগ্রস্ত কেটে যাচ্ছে প্রহর,
আমি নিদ্রাহীন কাপালিকের মতোন পাহারা দিই সাইক্লোন সেন্টার।
পৃথিবীর শেষ প্রান্ত থেকে ভেসে আসছে মধ্যবর্তী হিরণ্ময় ও অসীম ইস্তফাপত্র
সামান্য আয়োজনে আটকে রেখেছি শ্বাস, আজীবন সবুজ আবাদে,
লালমাটির সরানে স্পষ্ট হচ্ছে বাংলা বর্ণমালা ও ভাদু-টুসু গান।
ফিরে আসার নগ্ন শরীরে যখন বিলুপ্ত হয়েছে বালিয়াড়ি,
আমি তখন লিখে রাখছি চিংড়ি চাষের দূষণ ও ক্রমাগত শস্যক্ষেতের হ্রাস।
ভালোবাসার আখর সাজিয়ে হৃদয়ে ছুঁয়েছি আতরের ঘ্রাণ। সম্মুখে মধুময় ছেড়ে যাওয়া স্মৃতি।
আসলে পরাবাস্তব লৌকিকতায় নিজস্ব বলে কোনো শব্দ নেই। নতুন মাত্রায় শুধু ছুঁয়ে থাকে জ্বর।