কবিতায় নূপুর রায় রিনঝিন

বড্ডো বেশি লোভ মেয়েটার
বড্ডো বেশি লোভ মেয়েটার
ভালোবাসার পাগল
গন্ধ খোঁজে মায়ের গায়ের
দাও খুলে দাও আগল!
বড্ডো বেশি লোভ মেয়েটার
জড়িয়ে চায় বাঁচতে
স্নেহের পরশ যেই লাগে গায়
আঁচলে টান আস্তে।
মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ
রং তুলিতে সাজায়
শিউলি সুবাস গন্ধে ম-ম
ঢাকি’রা অপেক্ষায়।
বড্ডো বেশি লোভ মেয়েটার
চলতে পথে পথে
একটু যদি হোঁচট লাগে
মা ডাক সাথে সাথে।
বড্ডো বেশি লোভ মেয়েটার
বলছে মা’কে ডেকে
এবার কিন্তু আসতে হবে
অন্ন বস্ত্র সাথে ।
বড্ডো বেশি লোভ মেয়েটার
পুজো এলেই শুরু
কী দিয়ে কি হবে এবার
তত্ত্ব সাজায় গুরু।