কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

হলিডে সবেতন
পর্যটন মানেই পাহাড়, আর পাহাড় মানেই পাইন…
পাহাড় পথে জানতে হবে বাঁক-বদলের আইন।
কাঞ্চীদিদির যত্নে গড়া হোম স্টে বাড়িঘর,
জানতে হবে বৃষ্টিবার্তা, নিয়ে মেঘের খবর।
ঝিলমিল ঝিলমিল ঝোরা জঙ্গল বনজ গন্ধ ভরা,
শীতল শীতল শিরশিরানি ঝাঁঝালো রোদ কড়া।
নিচু পাহাড়ের সাথে আর এক পাহাড় জুড়ে যায়—
ক্রিপ্টোমেরিয়ার পাতার কানে বাতাস কথা কয়।
তৈরি হয় বিশ্বাসী সাঁকো, গুনগুন স্প্লেন্ডারে
পার হয়ে যায় সেই বাঁকও, আলোয় আঁধারে।
একধারে এভারলাস্টিং ছড়ায় মৃদু সুবাস,
সবুজ মনের সেই তরুণ— (যেন) সেখানেই তার বাস।
মিশে গেছে নীলাভ মেরু সবুজ সাগরে পা—
অপর দিকে অতল খাদ, ডাকে না বান হড়পা।
শুকনো পাতার খসখসানি কর্মব্যস্ততার সুর,
নিউট্রালে জীপ জ্বালানী বাঁচায় পাড়ি দেয় বহুদূর।
খোঁজ মেলে নিত্য সেথা নব উদ্ভাবন,
প্রকৃতির রূপে বিমোহিত প্রাণ, হলিডে সবেতন।
খুব সুন্দর