কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

স্থিরচিত্রে তুমি অক্ষর,
তুমি নায়াগ্রা জলপ্রপাত

মিসিসিপি নদীর ধারে-
ক্লান্ত জীবনের পটভূমি তুমি:
মরুভূমির প্রখর বিদ্রূপাত্মক!
তুমি নায়াগ্রা জলপ্রপাত
তুমি অদ্ভুত দর্শন।
গোধূলি লগ্নে,
তুমি ছিলে রূপ শান্তি ক্ষমা প্রেম
অপূর্ণ ইচ্ছের হৃদয়
কথোপকথন;
হৃদয়ের ভাষায় তুমি ছিলে
অন্নপূর্ণা প্রতিমা।
কল্পনায় ভেসে
তুমি সেই প্রিয় মুখ ;
মায়াবী মুখের মায়াবতী প্রতিচ্ছবি
অমৃতা সুধাময়ী তুমি ।
জোছনা রাতে আলোর সঙ্গে
প্রিয়ভাষিণী রুপোলী চাঁদ।।
বহুকাল আগে থেকে হৃদয়পটে
মায়াবী বীনায় তুমি আর তুমি।
এখনো পর্যন্ত প্রিয় তুমি
পদ্মন্যায়ের উদ্যমী সুবাসিনী!
অফুটন্ত ফুলের দ্রবীভূত রেনুর
বীজবারণ :
সংগ্রহ শালার মনুষ্যি
ঈপ্সিত কোনো রূপসী তুমি
আমার উদয়ের যবনিকা,
সমাপ্তি অসমাপ্ত আত্মজীবনী
কারাগারের রোজনামচায় তুমি
কথোপকথন।।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।