কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

শুধু সাগর বলে, থেমো না
সামনে অবারিত নক্ষত্র, তবুও
কেউ যেন বলছে, থামো
কেউ বলছে,একটু থামো
হয়ে গেছি কাড়াকাড়ির দজলা-ফোরাত।
‘গ্রেট বেরিয়ার রিফ’ বলে, যেতে পারবে না
আল্পস বলে, আমাকে ডিঙিয়ে যেতে পারবে না
আমাজান বলে, আমার মধ্যে হারিয়ে যাবে
ইগল নখর প্রসারিত করে বলে, দেখছি সবকিছুই।
শুধু সাগরই বলে, থেমো না বন্ধু, এগিয়ে এসো
সামনেই জলপ্রপাত, ঝরনার পথ
অশ্রুগুলি ছেড়ে দাও সেখানে
নদী হয়ে চলে আসুক আমার কাছে
দুঃখরা মিলে গিয়ে আরও হবে থই থই।
থামে তো হারার দল, থামে তো ভীরুর দল
সাত-সমুদ্র-তেরো-নদী পেরোবার অভিজ্ঞতা আছে
সাগরের কথা ভাবছি, গহিন অন্ধকারে দূরের নক্ষত্র দেখি।