কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

শরতে শরৎ
শরৎ দত্তা, শরৎ বিরাজ
শরৎ আমার দেবদাস –
শরৎ পুজোর আমেজ
শরৎ আমার কাশ!
শরতে পল্লীসমাজ
উৎসবে মুখর –
শরৎ ঢাকের আওয়াজ
শরৎ দূর সফর!
শরৎ আমার পথের দাবী
শরৎ দেয় নিষ্কৃতি –
শরৎ আমার শিউলি
শরতে রামের সুমতি!
শরৎ বলে বিজয়ার কথা
শরতে প্রণাম বড়দিদি –
শরতে অভাগীর স্বর্গ
আশাভরসায় ভরা নদী!
শরৎ তোমার, শরৎ আমার
শরৎ সর্বজনে –
উপন্যাসও কথা বলে
মায়ের আগমনে!