T3 || ঘুড়ি || সংখ্যায় বাবুই

ওড়াবে নাকি তোমার কবিতা
ওড়াবে নাকি তোমার কবিতা,চলে আসো তাহলে
টানাটানি করে ছেলের দল
খিদে কাকে বলে?
তোদের ওড়ার এত ঢল,
না খেলেও চলে…
একঘেঁয়ে শহর, সিগারেট আর প্রেমিকার মায়া
কোথায় হারায় মাঞ্জা সুতো,
তোমার আমার মেঘের ছায়া…
কাদের আমরা মেনে চলি?
বলি কথা কাদের সুরে
দিগন্ত দেখা হয়নি তো তাই
ঘুড়ি; ঘুরে আসে দিগন্ত দূরে।
বাবুই বলে , ” জানিনা তোমার মনের ঠিকানা”
একটা ঘুড়িতে কবিতা লিখে,
উড়িয়ে দিয়েছি…পেয়েছ ?
মোম সুতো আর মাঞ্জা লড়াই
হে মহাজীবন , তুমি জানতে কতটা চেয়েছ…