T3 || ঘুড়ি || সংখ্যায় ডা. সুচন্দ্রা মিত্র চৌধুরী

ঘুড়ি
আকাশ জুড়ে রঙ মেলেছে
নানান রকম ঘুড়ি
কোনো টার রঙ লালে সাদায়
কোনটা হলুদ পরী।
পতপত করে উড়তে থাকে
এপাশ থেকে ওপাশ
লেজওলা সব পাখি যেন
কেটে গেলেই ধপাস!
লাটাই থেকে সুতো ছাড়া
বড়ো কঠিন কাজ
কম-বেশী তে লুকিয়ে থাকে
কেটে যাওয়ার ফাঁস।
জীবন যেন হয়না এমন
লেজওয়ালা ঘুড়ি
অন্যের হাতে বাঁচা-মরার
সকল জারিজুরি।।